বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৪২) নামে এক কৃষক মৃত্যু হয়েছেন। শনিবার (৩১ মে) সকালে স্বরুপদাহ ইউনিয়নের ছোট দিঘড়ী গ্রামের মাঠে এ দুঘটনা ঘটে।

মিজানুর রহমান ওই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ জমিতে সেচ দিতে গিয়ে মটরের সুইচ চাপা মাত্রই শর্ট সার্কিট হয়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দায়িত্বরত ডা. ফারুক আজম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) অনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষকের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন