Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

র‌্যাবের অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সিরাপ উদ্ধার করেছে। এসময় এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) বিকাল সোয় ৫টার দিকে তালা থানার আটারই (খাঁ পাড়া) এলাকা থেকে এই ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. আজগর সরদার (৪৫) এবং তালা উপজেলার আটারই গ্রামের মো. আমজাদ হোসেন খানের স্ত্রী মোসাঃ হাসিনা বেগম (৩৫)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল বিকাল সোয়া ৫টার দিকে তালা থানার আটারই (খাঁ পাড়া) এলাকায় অভিযাান চালিয়ে মাদক কারবারি আজগর সরদার ও হাসিনা বেগমকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামিদেরকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে। এঘটনায় ল্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এঘটনা নিশ্চিত করে বলা হয়, র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্র্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ মাদকের চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন