গাছের সাথে এ কেমন শত্রুতা? গভীর রাতে প্রায় ৫ লক্ষাধিক টাকার পেঁপে গাছ কাটে নষ্ট করল প্রতিবেশী লতিফ বিশ্বাস নামের এক ব্যক্তি। যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে সোমবার (২৬ মে) দিনগত গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে লতিফ বিশ্বাস নামের এক ব্যক্তি তরিকুল গাজীর ত্রিশ শতক জায়গার উপরে রোপন করা ১৮০টি ফলন্ত লালতি জাতের হাইব্রিড পেঁপে গাছ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী তরিকুল গাজী জানান, চাকরির সুবাদে আমি স্ত্রী সন্তান নিয়ে ঢাকাতে থাকি। তবে আমার গ্রামের বাড়িতে ৩০ শতক জায়গার উপরে লালতি জাতের হাইব্রিড পেঁপে গাছ আবাদ করি যেগুলো দেখাশুনা ও পরিচর্যার সমস্ত কাজ করে আমার বড় ভাই ও আমার ভাইপো ইমরান গাজী।
গত কয়েক মাস আগে আমার জমির উত্তর পাশে ২০ শতক জমি বিক্রয় হয় যেটি ক্রয় করেন আমারই এলাকার লতিফ বিশ্বাস নামের এক ব্যাক্তি। ওই জমিটি সে আগে লিজ নিয়ে চাষাবাদ করতো। সেই সুবাদে জমিতে কুমড়ো গাছ ও অন্য গাছ লাগানো ছিল তবে কেনার আগে সেই গাছ উঠিয়ে নেওয়ার কথা থাকলেও না উঠিয়ে বার বার সময় দেওয়ার পরও সে লিজের সেই ফসল জমি থেকে উঠিয়ে নিয়ে যেতে অস্বীকৃতি জানাই, একপর্যায়ে এসে সে গাছগুলো উঠিয়ে নেয় এবং আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে।
এছাড়াও আমার জমির ভেতরে বিভিন্ন সময় ছাগল ছেড়ে দিয়ে ফসল নষ্ট করার চেষ্টা করতে থাকে। সোমবার (২৬ তারিখ) দিনগত গভীর রাতে আমার ভাইপো ইমরান আমাকে জানায় বাগানের সব গাছ কে বা কারা কেটে ফেলে রেখে গিয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন বলেন, এ বছর আমার পেঁপে বাগান থেকে প্রায় ৫লক্ষাধিক টাকার ফসল বিক্রির একটি ধারনা ছিল। তিনি আরো জানান, অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি এবং সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবির আশা করছি।
এছাড়াও উক্ত বিষয়ে অভয়নগরের উপ-সহকারী কৃষি অফিসার মো: মহিবুল ইসলাম জানান, বিষয়টি জানার পরে আমি সরেজমিনে দেখতে গিয়েছিলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি। কৃষি অফিস কর্তৃক সহোযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
বিষয়টি জানতে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীমকে কল করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ গেছে, উক্ত ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। সত্যতা পেলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এমএনএস