পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ দাবি করছে এক যুবক- এমন অভিযোগে সৌরভ মাহামুদুল (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকালে যশোরের পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বুধবার বিকালে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, যশোর সদরের আড়পাড়া এলাকার সোহাগ হোসেন ১৬ মে সন্ধ্যায় দেখতে পান আইডিতে স্ত্রী, ছোট ভাইয়ের বউ ও শালির পর্নো ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়ানো হয়েছে।
অজ্ঞাতনামা কেউ কৌশলে সংগ্রহ করে এডিটিংয়ের মাধ্যমে তাকে ও তার আত্মীয়দের কাছে পাঠিয়ে তার স্ত্রীর মানহানিসহ সমাজে হেয়প্রতিপন্ন করছে। একপর্যায়ে ওই আইডির মেসেঞ্জার থেকে তার কাছে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। অস্বীকার করলে আসামিরা তার স্ত্রীসহ অন্যদের পর্নোগ্রাফি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও পোস্ট করার হুমকি দিতে থাকে।
সোহাগ হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়।
এরপর ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চাঁদপুর থেকে সৌরভ মাহামুদুলকে গ্রেপ্তার করে। এরপর ২১ মে সোহাগ হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুর হক ভূঁইয়া।
তিনি জানান, গ্রেপ্তার সৌরভ পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। পুলিশ পর্নো ছবি প্রস্তুত ও সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করেছে।
খুলনা গেজেট/এএজে