Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে নাশকতা মামলায় খালাশ পেলেন বিএনপি নেতা অমিত, সাবুসহ ৩৯১ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নাশকতা মামলা থেকে খালাশ পেলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা সভাপতি অ্যাড, সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ ৩৯১ নেতাকর্মী। বৃহস্পতিবার (২২ মে) দুটি আদালত নাশকতার পৃথক দুটি মামলায় এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

বিএনপি সূত্র জানায়, ২০১৪ সালের ১ অক্টোবর হযরত মোহাম্মদ (সা:) নিয়ে কুটুক্তি ও ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনার প্রতিবাদে আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। এতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। একই সাথে বিএনপি নেতা সাবুসহ আটজনকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা অমিত, সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মুনীর আহমেদ সিদ্দিকি বাচ্চু, আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুুকুল, জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের শীর্ষ নেতা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৭৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।

আদালত সূত্র জানায়, ওই মামলাটি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতে বিচারধাধীন ছিলো। কিন্তু দীর্ঘদিন স্বাক্ষীদের হাজির হওয়ার নির্দেশনা দিলেও তারা আসেনি। আদালতের কাছে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় রাষ্টপক্ষ। ফলে বৃহস্পতিবার এ মামলা থেকে সকল আসামিকে অব্যাহিত দেন বিচারক এসএম আশিকুর রহমান।

এছাড়া, ঝিকরগাছার পৃথক আরেকটি মামলায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ২শ’১৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন অপর একটি আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ নভেম্বর ঝিকরগাছা বাসস্টান্ড এলাকায় নাশকতার অভিযোগে ঝিকরগাছা থানার তৎকালীন এসআই সৈয়দ কামরুজ্জামান বাদী হয়ে ২শ’১৫ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে এসআই মোস্তাফিজুর রহমান ২১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতে বিচারাধীন ছিলো। বৃহস্পতিবার এ মামলার চার্জগঠনের দিন ছিলো। কিন্তু আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতের দৃষ্টিতে প্রমাণিত না হওয়ায় সকল আসামিকে এ মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ আদেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা আবু সাইদ, মাস্টার মো. মনিরুজ্জামান, আশরাফুল ইসলাম, অধ্যাপক আনোয়ার হোসেন, মাওলানা লুৎফর রহমান, আসাদুজ্জামান, মো. আজিজ প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন