বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারণাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন আইনালকে (৪৭) আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ড পরিচালনা করতেন। তিনি বেনাপোল এবং যশোরসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং আইডি কার্ড পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার হোসেন আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন