শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিকরগাছায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি অব্যাহত

ঝিকরগাছা প্রতিনিধি

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেনির কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া আগামী ৩০ নভেম্বর পর্যন্ত পূর্নবিদস কর্মবিরতি অব্যাহত রয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলছে। ৩০ নভেম্বরের মধ্যে তাদের এই দাবি না মানা হলে আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। রোববার দিনভর ঝিকরগাছা উপজেলা কার্যালয়ে অবস্থান কর্মসুচিতে অংশ গ্রহণ করেন, ঝিকরগাছা উপজেলা কার্যালয়ে কর্মরত এস শাহানাজ বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোস্তফা কামাল, শাহাজালাল, উচ্চমান সহকারী মঈন উদ্দীন,হাফিজুর রহমান, হিসাব সহকারী তপন রায়, সহকারী কমিশনার (ভূমি) অফিসের শাখাওয়াত হোসেন প্রমূখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন