রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার গদখালি বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। বুধবার (৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এদিন সকালে দ্রুতগতির একটি মোটরসাইকেল বেনাপোলের দিকে যাচ্ছিল। পথে গদখালি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম সুমন (৩২)। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মমিনুর রহমানের ছেলে। তার মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন