যশোরের চৌগাছায় সৎমা রিক্তা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় ছেলে বরকত (১৬) কে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৬/৭ মাস আগে কৃষক রোকন আলীর সঙ্গে রিক্তা বেগমের বিয়ে হয়। এটা দু’জনেরই দ্বিতীয় বিয়ে। আগের স্বামীর ঘরে রিক্তার একটি মেয়ে আছে। রোকন আলীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি তার প্রথম পক্ষের স্ত্রী ও ছেলে বরকত আলী (প্রধান অভিযুক্ত)। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল সকালে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে রিক্তা বেগমকে কুপিয়ে হত্যা করে সৎ ছেলে বরকত। উক্ত বিষয়ে রিক্তা বেগমের ভাই বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করলে বরকত আত্মগোপন করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, যশোর ক্যাম্প ঘটনার পরপরই অভিযুক্ত বরকতকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর সদরের পাসপোর্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারে প্রধান অভিযুক্ত বরকত (১৬)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/এনএম