বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের মৌতা গ্রামের রিপন হোসেনের শিশু মেয়ে আনিকা (৪) রাস্তা পার হবার সময় ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০ টার দিকে বাড়ির সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টার দিকে বাড়ি থেকে আনিকা ও অপর দুই শিশু পাঁকা রাস্তায় উঠছিল। এসময় একটি ইজিবাইক সজোরে আনিকাকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় পড়ে আনিকা মাথায় আঘাত পায় এবং নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। রক্তাক্ত অবস্থায় আনিকাকে ঝিকরগাছা উপজেলা হাস্পাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পরে আনিকার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ডাক্তার আনিকাকে মৃত ঘোষণা করেন।

আনিকার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একমাত্র সন্তানকে হারিয়ে আনিকার বাবা-মা নির্বাক হয়ে পড়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন