সাতক্ষীরার শহরের বকচরা এলাকায় বাইপাস সড়কের পাশে একটি প্লাস্টিকের বালতিতে দুটি শপিং ব্যাগে ককটেল-পেট্রোল বোমা সদৃশ প্রায় ১৩টি বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার পর মৌবন রেস্টুরেন্টের অদূরে বাইপাস সড়কের পাশে পড়ে থাকা এসব বস্তু ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে বোমা সাদৃশ্য এসব বস্তুগুলো ধ্বংস করবে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বকচরা এলাকায় মৌবন রেস্টুরেন্টের অদূরে বাইপাস সড়কের পাশে একটি খেজুর গাছের নিচে একটি বালতিতে রাখা দুটি শপিং ব্যাগে চার-পাঁচটি ককটেল ও সাত-আটটি পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সদর থানা পুলিশ। পরে সেখানে হাজির হন সেনাবাহিনী ও র্যাব-৬ এর সদস্যরাও।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিরাপদ দূরত্ব বজায় রেখে পুলিশের একটি টিম স্ট্যান্ড বাই রয়েছে। বুধবার দুপুরের দিকে খুলনা থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে বস্তুগুলো ধ্বংস করবে।
খুলনা গেজেট/এনএম