খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেটে নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। গত ২৩ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি টয়লেট রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। ওইদিন রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন টয়লেট পরিষ্কার করার সময় একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।

হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসিফ নেওয়াজ জানান, খবর পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তা দ্রুত সেখানে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে আনেন। এখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের এসআই তানিমের নেতৃত্বে একটি টিম হাসপাতালে পৌঁছে নবজাতকের মরদেহ গ্রহণ করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!