সাতক্ষীরা একটি ওয়াজ মাহফিলে আলোচনা পেশকালে স্টেজে বসে ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে তৌহিদী জনতার ব্যানারে আলেম ওলামারা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হুমকিদাতা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পরে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণিত সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আহম্মদ আলী প্রমূখ।
বক্তরা একটি ওয়াজ মাহফিলের স্টেজে বসে আলোচনা পেশকালে ইসলামী বক্তা কবির বীন সামাদকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ঘটনায় দেশের আলেম সমাজকে দারুনভাবে হেওপ্রতিপন্ন করা হয়েছে। বক্তারা হুমকিদাতা আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানান। পরে একই দাবিতে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
স্মারক লিপিতে দাবী করা হয়, আমরা সাতক্ষীরার সংগ্রামী তৌহিদী জনতা। গত ২৩ এপ্রিল রাতে আলিপুর চেকপোষ্ট মাদ্রসা ও মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত আতিথি ছিলেন।
তিনি আলোচনা পেশ করার সময় আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ আমন্ত্রিত আতিথি কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে বসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। চড় থাপড় দিয়ে চোখ বাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা উত্তেজিত হলে আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে নেমে যান।
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ কর্তৃক জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকির প্রতিবাদে, গ্রেপ্তার এবং শান্তির দাবিতে সাতক্ষীরার সংগ্রামী তৌহিদী জনতা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন ও জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করে।
খুলনা গেজেট/এএজে