যশোরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে আটক করেছে পুলিশ। যশোর সদর উপজেলার রামনগর দক্ষিনপাড়ার চাররাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে ওই গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই শিশুর মা কোতোয়ালি থানায় মামলা করেছেন।
আটক বৃদ্ধ জিন্নাত আলী মোল্লা ওই গ্রামের মৃত মোহাব্বত আলী মোল্লার ছেলে।
মামলায় তিনি উল্লেখ করেছেন, জিন্নাত আলীর গ্রামের চার রাস্তার মোড়ে চায়ের দোকান আছে। গত ১৯ এপ্রিল সকালে তার মেয়ে ওই দোকানের পাশে খেলা করছিলো। এ সময় জিন্নাত আলী খাবার দেয়ার কথা বলে শিশুকে দোকানে নিয়ে যান। এরপর তিনি শিশুর স্পর্শকাতর স্থানে হাত দেয়। এছাড়া বিভিন্নভাবে যৌননিপীড়ন করতে থাকে।
বাদী তার মেয়েকে খোজাখুজির এক পর্যায় দোকানে যেয়ে দেখেন তার মেয়ে জিন্নাতের কোলে বসে আছে। জিন্নাত তার শিশুর স্পর্শ কাতর স্থানে হাত বুলিয়ে দিচ্ছে। এসময় বাদীকে দেখেই জিন্নাত দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি পুলিশকে জানালে সোমবার বিকেলে পুলিশ জিন্নাতকে আটক করে। এদিন তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।