Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দেবহাটার দু’টি আইসক্রিম ফ্যাক্টরীকে ২৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম দু’টি আইসক্রিম তৈরী কারখানা অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (১৯ এপ্রিল) দেবহাটা উপজেলার সখিপুর এলাকার কাজীমহল্লায় মিঠাই আইসক্রিম ফ্যাক্টরী ও দক্ষিণ সখিপুরে নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরীতে এই অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, বাজার তদারকি টিম শনিবার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় বেশ কয়েকটি আইসক্রিম কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওই এলাকার কাজীমহল্লায় মিঠাই আইসক্রিম ফ্যাক্টরীর পণ্যে উৎপাদন তথ্য না থাকায় আইনের ৩৭ ধারায় ফ্যাক্টরী মালিককে ১৫ হাজার টাকা ও নোংরা অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দক্ষিণ সখিপুরে নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরীর মালিককে আইনের ৪১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃপক্ষ দু’টি আইসক্রিম ফ্যাক্টরী থেকে মোট ২২ টাকা জরিমানা আদায় করেন।

ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’ ৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা পুলিশের একটি টিম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন