Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ আটক ২, প্রাইভেটকার ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরের শেখহাটি আদর্শপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে প্রাইভেট কার ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শেখহাটি আদর্শপাড়ার প্রফেসর সাঈদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন অভয়নগরের ধলীগাতি গ্রামের কামরুল হোসেন। তিনি ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ কামরুলের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় বাড়ির সামনে রাখা একটি প্রাইভেট কারসহ বাসাটি তল্লাশি চালায় পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় গাড়ির বিভিন্ন নাম্বারের কয়েকটি প্লেট, ধারালো দা ও ছুরি, তালা কাটার যন্ত্রসহ ডাকাতির প্রস্তুতির বিভিন্ন সরঞ্জাম।

অভিযানকালে আটক করা হয় গাড়িচালক ঝালকাঠির সুলতান এবং কামরুলের স্ত্রী পারুল বেগমকে। সুচতুর কামরুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, কামরুলসহ তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। আমরা জানতে পেরে তাদের আটক করতে সক্ষম হয়েছি। পলাতক কামরুল সহ জড়িত অন্যদের আটকে আমরা তদন্ত চালাচ্ছি। এ জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন