শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চৌগাছায় ২৫ কাঠার পেয়ারা বাগান কেটে কৃষকের সর্বনাশ

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় কৃষকের ২৫ কাঠা জমির পেয়ারা বাগানের ৫/৭ মণ পেয়ারা রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুধু তাই নয় ওই বাগানের প্রায় ৪০টি পেয়ারা এবং একটি কুলগাছ কেটে ক্ষেতে ফেলে রেখে গেছে ওই দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের কৃষক রেজাউল করিমের মাঠের পেয়ারা বাগানে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। পরদিন সকালে খবর পেয়ে ক্ষেতে গিয়ে তিনি এ সর্বনাশ দেখতে পান ও আর্তনাদ করতে থাকেন।
কৃষক রেজাউল করিম বলেন, এদিন তিনি অন্য একটি জমিতে কাজ করার সময় গ্রামের এক ব্যক্তি এসে বলেন, ‘তোমাদের ওই পেয়ারা বাগানের গাছ কেউ কেটে ফেলে রেখে গেছে। সেখানে গিয়ে দেখি গাছের প্রায় ৫/৭ মণ পেয়ারা দুর্বৃত্তরা পেড়ে নিয়ে গেছে এবং প্রায় ৪০টি পেয়ারা ও একটি কুলের গাছ কেটে নষ্ট করে ফেলে রেখে গেছে। তিনি জানান, গাছগুলোর বয়স দুই বছরের বেশি। দুর্বৃত্তদের এ অপকর্মে কৃষকের বিরাট ক্ষতি হয়ে গেছে।

তিনি বলেন, কারা এ কাজ করতে পারে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কারো সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই। কোনো কারণেই যেন কারো রিজিকের ওপর কেউ এভাবে আক্রমণ না করেন। ঘটনার ব্যাপারে তিনি থানায় জিডি করেছেন বলে জানান ক্ষতিগ্রস্ত রেজাউল।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন