ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও নারকীয় গণহত্যার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন যশোরের অভয়নগরের ভাঙ্গা গেট বাজারের যুবসমাজ ও তৌহিদী জনতা। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর মুফতি আমিনুর রহমানের সঞ্চালনায় যশোরের অভয়নগরের ভাঙা গেট বাজারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। যশোর-খুলনা মহাসড়কের উপর বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও গাজাবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গাগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ইকরামুল ইসলাম, হেফাজতে ইসলাম ১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও ইহইয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, নোয়াপাড়ার সেক্রেটারি মুফতি মুহাদ্দিস মুমিনুর রহমান, ইসলামী আন্দোলন পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আসাদুজ্জামান মল্লিক, হেফাজতে ইসলাম অভয়নগর থানা শাখার সহ-সাধারণ সম্পাদক ও আমডাঙ্গাজামে মসজিদের ইমাম মুফতি শফিকুল ইসলাম, আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম, বাইতুন নূর জামে মসজিদ আমডাঙ্গা খতিব মুফতি মাসুদুর রহমান।
বক্তব্য শেষে গাজাবাসীর জন্য দোয়া পরিচালনা করেন ভাঙ্গাগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইকরামুল ইসলাম।
খুলনা গেজেট/জেএম