যশোরে ফার্নিচারের দোকানে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঢাকা রোড বাঁশতলা এলাকায় মেসার্স বনরূপা ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, ভোর ৫টার দিকে পাশের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা ওই ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

আগুনে দোকানের বিভিন্ন ধরনের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল এবং কাঠ কাটার চারটি মেশিন পুড়ে যায়। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ক্ষতিগ্রস্ত বনরূপা ফার্নিচারের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম। তার বাড়ি শহরের পুরাতন কসবা এলাকায়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন