Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে নদী সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ভবদহসহ মুক্তেশ্বরী, কপোতাক্ষ ও ভৈরব নদ সংস্কার ও সঠিক পানি নিষ্কাশনের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে চারটি নদী রক্ষা সংগঠন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে যশোর শহরের নীলরতন ধর সড়কের ভৈরব নদ সংস্কার আন্দোলনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, ভৈরব নদ সংস্কার আন্দোলন এবং কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রণজিৎ বাওয়ালি। লিখিত বক্তব্য পাঠ করেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু।

সংগঠনগুলোর প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুত্তালিব, নদী গবেষক মহিউদ্দিনসহ আন্দোলন সংশ্লিষ্ট ১৫ জন নেতা।

সংবাদ সম্মেলনে বলা হয়, যশোরের গুরুত্বপূর্ণ নদীগুলো দখল ও দূষণের কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে। মুক্তেশ্বরী নদীর জায়গা দখল করে ‘আদ্-দ্বীন’ ভবন নির্মাণ করা হয়েছে—এ বিষয়ে বাধা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
তারা বলেন, ভবদহ অঞ্চলে দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন না হলে প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে।

এ ছাড়া ভৈরব ও কপোতাক্ষ নদে অবৈধ বাঁধ অপসারণ এবং নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ এপ্রিল প্রেসক্লাব যশোরে আন্দোলনকারী সংগঠনগুলোর যৌথ প্রতিনিধি সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন