Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্টে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি

আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্টে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বেনাপোল পৌর বিএনপিসহ এর অংগ সংগঠন এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন। তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের পূনর্বাসন এবং হত্যাযজ্ঞ বন্ধের আহবান জানানো উক্ত মানববন্ধন থেকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন