ফিলিস্তিনে গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধ করে আলআকসা মসজিদের মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলিম উম্মাহর আত্মিক অংশ। সেখানে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা শুধু একটি ভূখণ্ডের ওপর নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি চরম অবমাননা। তারা বিশ্ব নেতৃবৃন্দকে এই মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মুসলিম বিশ্বের হৃদয় আলআকসা মসজিদ বর্তমানে ভয়াবহ আগ্রাসনের শিকার। এই পবিত্র ধর্মীয় স্থানে ইসরায়েলি বাহিনীর হামলা স্পষ্ট মানবতাবিরোধী অপরাধ। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, লেখক ও গবেষক বেনজীন খান প্রমুখ।
খুলনা গেজেট/এএজে