খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনার জন্য ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা
  গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’
  কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ৩

‘গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র ও ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা হয়নি’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত প্রায় ১৭বছর রাজপথে থেকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা পালিয়ে গেলেও এখনো সেই কাঙ্খিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। দেশি বিদেশি বিভিন্ন চক্র নানাভাবে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেটি যথাযথভাবে বাস্তবায়ন ও দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে দেশ স্থিতিশীল হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে। তিনি ৩১দফা প্রস্তাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদদের সাথে মিলেমিশে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শনিবার (৫এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।

রিপোর্টার্স ক্লাবের সদস্য সহকারী শিক্ষক আবু হাসান ও উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলার আহবায়ক সহকারী অধ্যাপক শেখ খায়রুজ্জামান রনজু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অধ্যাপক ডা. শহিদুল আলম এর দীর্ঘ ত্যাগ তিতিক্ষা ও দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্র্রতি তার অসাধারণ মায়া মমতা, সহযোগিতা, চিকিৎসাসেবার ভূয়সী প্রশংসা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে গণমানুষের নেতা ডা. শহিদুল আলম বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। মতবিনিময় সভায় বক্তারা সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে চারটির পরিবর্তে অতীতের সেই ৫টি আসন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানান।

এ সময় উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য খায়রুল আলম, বিএনপি নেতা রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শোকর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শিরুজ্জামান শিরুসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!