Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে হার্ট ফাউন্ডেশনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, যশোর

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অনুমোদিত যশোর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভা হয়েছে। যশোরসহ এ অঞ্চলের মানুষের উন্নত হৃদরোগ সেবা নিশ্চিতকরণের লক্ষ্য এ সভার আয়োজন করা হয়।

যশোর হার্ট ফাউন্ডেশনের সার্বিক অগ্রগতি অবগত করাসহ পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে শুক্রবার (৪ এপ্রিল) সকালে প্রেসক্লাব যশোরের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এবং বারডেম হাসপাতালের উপদেষ্টা (সাবেক সিইও) বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার এম এ রশিদ।

উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সারভিসেস’র প্রাক্তন সিনিয়র ফেলো কারডিও থোরাসিক সার্জন ডা. সাইফুদ্দিন কিচলু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি একরাম উদ দ্দৌলা, যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তুজা ছোটো, যশোর হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি চিন্ময় সাহা, ভোরের সাথীর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্, যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, যশোর জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট তৌহিদুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন যশোর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন শিম্বা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন