বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় ভারতীয় পাতার বিড়ি সহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে পচানব্বই হাজার নয় শ’ বিশ পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের বৌবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটক চোরাচালানীরা হলো, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে মোফাখখের হোসেন (৩২) ও একই গ্রামের মৃত আব্দুর রকিব দালালের ছেলে মোঃ উজ্জল হোসেন (২৩)।

র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১)সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ জানান, সাতক্ষীরা শহরের কামালনগর বৌ-বাজার এলাকায় কতিপয় ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় পাতার বিড়ি এনে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি  দল বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এসময় বৌ-বাজারের মোঃ শহিদুল ইসলাম এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মোফাখখের হোসেন ও উজ্জল হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯৫ হাজার ৯২০ পিস ভারতীয় তৈরী পাতার বিড়ি। গ্রেপ্তারকৃতদের সদর থানায় সোপার্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন