শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাঘারপাড়ার জহুরপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আমিন

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন প্যানেল চেয়ারম্যান আমিন উদ্দীন। বুধবার দুপুর ১টায় ইউনিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুজ্জামান প্রিন্স, নাজিম উদ্দীন, মমিনূল ইসলাম, নূরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান দিলু পাটয়ারী পদত্যাগ করায় এ পদটি শূন্য হয়। তিনি পদত্যাগ করে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ কারণে প্যানেল চেয়ারম্যান-১ আমিন উদ্দীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন