যশোরের ঝিকরগাছার পল্লীতে এক যুবতীকে ধর্ষণ চেষ্টায় অভিযোগে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। থানা পুলিশের অভিযানে সাতক্ষীরার কলারোয়া থেকে অভিযুক্তকে আটক করা হয়। বুধবার রাতে উপজেলার শংকপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
অভিযুক্ত আলাউদ্দিন সরদার (৪০) একই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের এক কুমারী (৩০) ওই রাতে ঘরের বাইরে বাইরে বাথরুমে যায়। এসময় আলাউদ্দিন সুযোগ বুঝে তার ঘরে ঢুকে পড়ে। গৃহবধূ ঘরে ফিরে আসার পর আলাউদ্দিন তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
একপর্যায়ে গৃহবধূ চিৎকার শুরু করলে বাড়ির অন্য ঘরে থাকা লোকজন ছুটে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে আলাউদ্দিন পালিয়ে যায়। তবে তাড়াহুড়োতে সে তার গামছা, টর্চলাইট ও হাতে থাকা গাছিদা ফেলে রেখে যায়।
পরদিন (১৩ মার্চ) ভুক্তভোগী প্রথমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তিনি ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় এবং শুক্রবার (১৪ মার্চ) রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রাইটা গ্রাম থেকে অভিযুক্ত আলাউদ্দিন সরদারকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান।
এ ঘটনায় ওসি বাবলুর রহমান খান বলেন, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে।
খুলনা গেজেট/ টিএ