খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে চলমান সংস্কার ও রুপান্তরে পাশে থাকবে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক জাতিসংঘ মহাসচিব
নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের হস্তক্ষেপে

প্রায় ২০ মাস পর শ্যামনগর পৌরসভায় জন্ম নিবন্ধন জটিলতার অবসান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের হস্তক্ষেপে প্রায় ২০ মাস পর শ্যামনগর পৌরসভায় জম্মনিবন্ধন জটিলতার অবসান হয়েছে। নিবন্ধন প্রক্রিয়ার কোড জটিলতার কারণে এই দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল শ্যামনগর পৌরবাসীর জন্য জম্মনিবন্ধন প্রক্রিয়া। অত্যাবশ্যকীয় এই সেবা না পেয়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে শ্যামনগর পৌরবাসীর।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের ঐকান্তিক প্রচেষ্টায় সমাধান হয়েছে পৌরসভার নিবন্ধন প্রক্রিয়ার। একই সাথে পুণরায় চালু হয়েছে জম্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন তাঁর নিজের ফেসবুক পোষ্টে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার সংক্ষিপ্ত পোষ্টে জানান, পৌরসভার জন্মনিবন্ধন প্রক্রিয়ার কোড জটিলতা সমাধানে আমাদের সমন্বিত পদক্ষেপ সফল হয়েছে। বিগত দুই বছর ধরে জন্ম নিবন্ধন বন্ধ ছিল। এখন থেকে পৌরবাসী আবারও জন্মনিবন্ধন করতে পারবেন।

সমস্যা সমাধানের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ ও স্থানীয় সরকার সাতক্ষীরার উপপরিচালক (ডিডিএলজি) মাশরুবা ফেরদৌস, শ্যামনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, ভারপ্রাপ্ত পরিসংখ্যান অফিসার, পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এদিকে দীর্ঘদিন পর জম্মনিবন্ধন শুরু হওয়ায় স্বস্থি প্রকাশ করেছে শ্যামনগর পৌরবাসী। তারা জানান জম্ম নিবন্ধন বন্ধ থাকায় গত প্রায় দু’টি বছর নানান সমস্যায় পড়তে হয়েছে তাদের। বার বার ধর্ণা দিয়েও কোন প্রতিকার মেলেনি অনেক জায়গায়। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে এগিয়ে আসায় ইউএনও ও এসি ল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

পৌর এলাকার আনোয়ার উস-শাহাদাৎ মিঠু জানান, ছেলেকে স্কুলে ভর্তি করতে পারছিলেন না, বাধ্য হয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করেন। এখন জটিলতার অবসান ঘটনায় সমস্যা দূর হবে।

মঠবাড়ি ওয়ার্ডের আব্দুর রউফ ও বাদঘাটার নুর ইসলামের ভাষ্য ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা পয়সা হস্তান্তরের পর শুধু জম্ম নিবন্ধন নিয়ে দেড় বছর ধরে বিষয়টি ঝুলে ছিল। সমস্যার অবসান হওয়ায় পরিবারের শখ পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, বিগত ২০২৩ সালের ১৭ জানুয়ারি শ্যামনগর পৌরসভায় উন্নীত হয়। তারপর ৩১ জুলাই ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হওয়ার পর থেকে যাবতীয় জম্ম নিবন্ধন প্রক্রিয়া বন্ধ ছিল। পরবর্তীতে বার বার ব্যক্তিগত ও দাপ্তরিক পর্যায়ে যোগাযোগ করেই কোড জটিলতার অবসান ঘটেছে। জম্ম নিবন্ধন বন্ধ থাকায় শিশুদের স্কুলে ভর্তিসহ পাসপোর্ট গ্রহণ এমনকি এনআইডি কার্ড পর্যন্ত হচ্ছিল না। এছাড়া মৃত্যু সনদ দিতে না পারার কারনে ওয়ারেশ সনদ, ব্যাংক লেনদেনে সমস্যা চলছিল। এখন থেকে জম্মনিবন্ধন কেন্দ্রিক সব সুবিধা মিলবে জানিয়ে তিনি বলেন, যার যার অবস্থা থেকে সবাই আন্তরিক হলে কাজের ক্ষেত্রে কিছুই বাধা হতে পারবে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!