খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে চলমান সংস্কার ও রুপান্তরে পাশে থাকবে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক জাতিসংঘ মহাসচিব

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০

বেনাপোল প্রতিনিধি

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেব্রুয়ারী মাসে বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, শিকারপুর, কাশিপুর, শাহজাদপুর, মাসিলা, হিজলী, আন্দুলিয়া ও পাঁচপীরতলা সীমান্ত এলাকায় বিশেষ মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করে ১০ মাদক পাচারকারীসহ ১৯ লাখ ৯৬ হাজার ৮৮০ টাকা মূল্যের বিদেশী মদ, বিয়ার, ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট আটক করেছে।

আটককৃতরা হলো, শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে হাফিজুর রহমান (২৩), একই উপজেলার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শহিদ হাসান (২৫), বাগুড়ি গ্রামের কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন লিটু (৪৮), লিটুর ছেলে মেহেদী হাসান (২৫), রাড়িপুকুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিলন হোসেন (৩৫), বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আকাশ (২০), একই গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে ইমন হোসেন (১৯), একই থানার বালুন্ডা গ্রামের তহিদুর রহমানের ছেলে রনি বাবু হাসার (১৮), চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫) ও যশোর আনসার ক্যাম্প বেজপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রাব্বি ইসলাম (২৩)।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। মাদক পাচারকারী কর্তৃক ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় আটক করা হয়। ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!