সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে মাসুম বিল্লাহ নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে । শনিবার দুপুরে নিখোঁজ হওয়ার পর রোববার (৯ মার্চ) বাড়ির সামনে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদা শিবানন্দকাটি গ্রামের মুজিবর রহমানের বাক প্রতিবন্ধী ছেলে মাসুম বিল্লাহ (১১) প্রতিদিন সকাল থেকে বাড়ির সামনে পুকুরপাড়ে খেলা করে। কিন্তু শনিবার দুপুরের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরে রোববার বেলা ১১ টার দিকে ওই পুকুরে ভাসমান অবস্থায় মাসুম বিল্লার মরদেহ স্থানীয় লোক দেখতে পায়। পরে কলারোয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুম বিল্লাহ মরদেহ উদ্ধার করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি জন্ম থেকে বাক প্রতিবন্ধী। এছাড়া তার মৃগী রোগও আছে। খেলার ফাঁকে কোন এক সময় সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/ টিএ