বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

আইন শৃঙ্খলার অবনতিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, যশোর

সারাদেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরে মশাল মিছিল হয়েছে। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার নেতাকর্মীরা এ মিছিলের আয়োজন করে।

বুধবার সন্ধ্যা ৭টায় শহরের নীল রতন ধর সড়কে দলটির জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সম্পাদক তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সম্পাদক শেখ আলাউদ্দিন, হাবিবুর রহমান মোহন, সদর উপজেলা নেতা শাহাবুদ্দিন বাটুল ও পিল্টু।

সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র নিন্দা এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান। তারা জনসাধারণকে দুর্নীতি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন