খুলনা, বাংলাদেশ | ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  খুলনার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাজিব টিকাদার নামের যুবক নিহত
  চট্টগ্রামে গ্রাহকের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ৪৬ জন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি

আইন শৃঙ্খলার অবনতিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, যশোর

সারাদেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরে মশাল মিছিল হয়েছে। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার নেতাকর্মীরা এ মিছিলের আয়োজন করে।

বুধবার সন্ধ্যা ৭টায় শহরের নীল রতন ধর সড়কে দলটির জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সম্পাদক তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সম্পাদক শেখ আলাউদ্দিন, হাবিবুর রহমান মোহন, সদর উপজেলা নেতা শাহাবুদ্দিন বাটুল ও পিল্টু।

সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র নিন্দা এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান। তারা জনসাধারণকে দুর্নীতি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!