বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নমিনী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে। এ দেশে সবাই ভাই ভাই হিসেবে মিলেমিশে কাজ করবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলারোয়া উপজেলার কয়লা বাজারের তিনরাস্তা মোড় চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. শরিফুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সুলতান বিন মুনিরের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ মো. কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ সিরাজুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মোনায়েম, সাবেক আমীর মো. এরশাদ আলী, সেক্রটারি হাফেজ এরফান আলী প্রমূখ।
প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি, তাহলে আপনাদেরই অবহেলিত অঞ্চলের উন্নয়ন করবো। আপনারা যদি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান আপনাদের অধিকার পেতে চান তাহলে আসুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে। জামায়াতে ইসলামী আপনাদের নিরাশ করবে না । জামায়াতে ইসলামী কোনো দুর্বলের ওপর অত্যাচার করে না, দুর্নীতি, সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন, করে না। আমরা ঐক্যবদ্ধ থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ।
তিনি বলেন, আমাদের অতীতের সকল বিবাদ ভুলে যেতে হবে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে চাই। আগামী দিনের রাজনীতি হবে কল্যাণ এবং সেবার রাজনীতি। যারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন তারাই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, জামায়াত টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না। আওয়ামী লীগের ইতিহাস গডফাদার সৃষ্টির ইতিহাস, সন্ত্রাসের ইতিহাস। কেয়ামত পর্যন্ত হাসিনার জালিম সরকারের জুলুম নির্যতনের কথা মনে রাখবে মানুষ।
খুলনা গেজেট/এএজে