যশোরে টিকটকের মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে রায়হান রানা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে সদর উপজেলার শেখহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রায়হান সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবলু জানান, রায়হান কয়েক মাস ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বর্তমান সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করছিল। তাকে আটকের জন্য বিভিন্ন সময় পুলিশ অভিযান পরিচালনা করে। শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়হানের বাড়ি ঘেরাও করা হয়। পরে রোববার ভোরে পুলিশের একটি টিম তাকে আটক করে।
তিনি আরও জানান, রায়হানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ