খুলনা, বাংলাদেশ | ৩০ মাঘ, ১৪৩১ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  যতদিন ডেভিল থাকবে ততদিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবির মহানুভবতায় মৃত বাংলাদেশি মাকে শেষবিদায় জানালেন ভারতীয় মেয়ে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বিজিবি’র মহানুভবতায় বাংলাদেশি মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পেলেন ভারতে বসবাসরত মেয়ে ও তার পরিবারের সদস্যরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় নাগরিক মেয়ে শরিফা বেগম (৪৮) তার মৃত মা আছিয়া বেগম (৮০) এর মুখ শেষবারের মতো দর্শন করেন।

বিজিবি সূত্র জানায়, আছিয়া বেগম সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদরে বসবাস করতেন। বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। আসিয়া বেগমের মেয়ে শরিফা বেগম বসবাস করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট এলাকায়।

মায়ের মৃত্যুর খবর শুনে শেষবারের মতো তার মুখ দেখার জন্য উদগ্রী হয়ে পড়েন মেয়ে শরিফা বেগম ও তার আত্মীয়-স্বজনরা। মৃত বাংলাদেশি নাগরিকের ভারতে বসবাসরত মেয়ে শরিফা বেগম ও আত্বীয় স্বজন শেষ বারের মত মৃত ব্যক্তিকে দেখার অনুরোধ জানায়। আবেদনের প্রেক্ষিতে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি এলাকায় মেইন পিলার ৩ এর কাছে জিরো পয়েন্টে মৃত ব্যক্তির মেয়ে ও আত্বীয় স্বজনের সাথে বেলা সাড়ে ১২ টা থেকে পৌনে একটা পর্যন্ত দেখা করার ব্যবস্থা করা হয়।

এ সময় একটি আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয় এবং আত্মীয় স্বজনদের শেষ দেখার সুযোগ করে দেয়ায় উপস্থিত জনসাধারণ বিজিবির এরূপ মানিবিক কাজের প্রশংসা করেন।

এ সময় বিজিবির পক্ষে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন খান ও ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সুলতান সহ বিজিবি সদস্যরা এবং ভারতীয় বিএসএফ ১০২ ব্যাটেলিয়ানের ঘোজাডাঙ্গা কোম্পানী কমান্ডার এসি কুমার সহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!