সাতক্ষীরার শ্যামনগরে স্কুলে গিয়ে মাথা যন্ত্রণা ও বমি করতে করতে রাফি (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলা জয়নগর কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে।
রাফি খুলনা জেলার কয়রার আনিসুর রহমানের ছেলে। সে শ্যামনগর উপজেলার জয়নগর কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণির ছাত্র। তার মা ব্র্যাকে চাকরি করেন। মায়ের চাকরির সুবাদে রাফি তার মায়ের সাথে শ্যামনগরে থাকতো।
জানা যায়, অন্যদিনের মতো রাফি মঙ্গলবার সকালে স্কুলে যায় প্রাইভেট পড়তে। সকাল ৯ টার দিকে সে মাথা যন্ত্রণা অনুভব করে। এরপর বমি করতে থাকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। এসময় তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।
অবস্থার অবনতি হতে থাকলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এনএম