শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বিজিবির অভিযানে ৭ লাখ টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা, লক্ষ্মীদাড়ি তলুইগাছা, মাদরা এবং চান্দরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের আওতাধীন বিওপির অভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ, শাড়িসহ অন্যান্য মালামাল জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের মাধ্যমে বেশিরভাগ ওষুধ। জব্দকৃত এইসব মালামালের আনুমানিক মূল্য সাত লাখ ১০ হাজার ২২০ বিশ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হায়। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

খুলনা গেজেট/এএজে, টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন