সাতক্ষীরার কালিগঞ্জে ভাটাশ্রমিকের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে আটক হয়েছে কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল (৩২)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
ইকবাল হোসেন উজ্জ্বল উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে স্বামী ইটভাটায় শ্রমিকের কাজ করার সুযোগে দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর এলাকার এক গৃহবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল ইকবাল হোসেন উজ্জ্বল। ছাত্রলীগ নেতার দাপটে অসহায় পরিবারটি না পারছিল সইতে, না পারছিল কাউকে এ ঘটনা বলতে। স্বামী বাড়িতে না থাকার সুযোগ বুঝে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘরে ঢুকে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে উজ্জ্বল। ধ্বস্তাধস্তি ও চিৎকার শুনে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা এসে ইকবাল হোসেন উজ্জ্বলকে হাতেনাতে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন, উজ্জ্বল দীর্ঘ কয়েক বছর যাবত গৃহবধূর বাড়িতে প্রকাশ্য যাতায়াত করে। এছাড়াও এলাকায় নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো সে। বিষয়টি সবাই জানলেও উজ্জ্বলের ক্ষমতার দাপট ও হুমকির কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেতো না।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। উজ্জ্বলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে