শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে সরকারি গাছ কাটায় ইউপি সদস্যের জরিমানা

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে সরকারি গাছ কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত ইউপি সদস্য আব্দুর সবুরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় কেটে নেয়া কাঠ জব্দ করা হয়। আব্দুর সবুর সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য ও উপজেলার শেখপুরা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের সরকারি জমি থেকে একটি রোড শিশু গাছ কাটার দায়ে রবিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য আব্দুর সবুরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। ওই সময় কর্তনকৃত কাঠ জব্দ করা হয়।

অপর দিকে, স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে মাস্ক ব্যবহার না করে ঘোরা ফেরা করার অপরাধে বেগমপুর গ্রামের গোবিন্দ দাসকে ৫শ’ টাকা জরিমানা করেন তিনি।

খুলনা গেজেট/ এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন