আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের বহুল আলোচিত কলেজ ছাত্র মোস্তাকিম নিহতের ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টায় তার লাশ উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সিআইডির এএসপি মোঃ মকবুল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কান্তি রায়, এসআই মাহবুবুর রহমান, এসআই তরিকুল ইসলাম, এসআই নাহিদুল ইসলাম, মামলার বাদী গোলাম রসুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর ৯ জুন কলেজ শিক্ষার্থী আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের আব্দুর রাজ্জাক কারিগরের ছেলে মোস্তাকিম তার পিতার মৎস্য ঘেরে মারা যায়। সে শ্যালোমেশিনে জড়িয়ে মারা গেছে মর্মে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়।
এনিয়ে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ ও এলাকায় মানববন্ধন করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে নিহত মোস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে মোস্তাকিমের পিতা আব্দুর রাজ্জাক ও সৎ মা আসমা খাতুন পারুলকে আসামীকে করে সাতক্ষীরা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় সিআইডির প্রতিবেদন শেষে আদালত মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য নির্দেশ দেন।
খুলনা গেজেট/ টিএ