“আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকারাবদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে নিজস্ব অর্থায়নে সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে পানির প্লান্ট স্থাপন করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে ধলবাড়িয়া গ্রামে শতাধিক পরিবারের জন্য এ প্লান্ট উদ্বোধন করা হয়।
কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন।
আলোর পথিক যুব ফাউন্ডেশনের আহবায়ক নূর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, অর্থ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম প্রমূখ।
খুলনা গেজেট/ টিএ