খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

ফকিরহাটে বসতবাড়িতে ডাকাতি, বৃদ্ধাকে মারপিট

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ঠিকরীপাড়া গ্রামের একটি বসতবাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। রবিবার দিনগত গভীর রাতে ওই গ্রামের ফকির শফিকুল ইসলামের বাড়ির পিছনের দরজা ভেঙ্গে ৫/৬জন মুখোশপরা ডাকাত প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা শফিকুল ইসলামের বৃদ্ধা মা সাফিহা খাতুন (৬৫) বাধা দিলে তার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে এবং হাত বেধে দেয়। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ প্রায় ৫০হাজার টাকা ও আড়াই ভরি স্বর্নালংকার এবং অন্যান্য মুল্যবান মালামাল নিয়ে যায়।

পরে এ খবর পেয়ে রাতেই অন্যবাড়িতে থাকা ছেলে ও স্বজনরা ছুটে আসে এবং বৃদ্ধা মাকে বাড়িতেই চিকিৎসা দেয়। বিষয়টি থানা পুলিশকে জানালে সোমবার সকালে ফকিরহাট থানার এএসপি মোঃ ছয়ের উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে যান।

ক্লিনিক ব্যবসায়ি শফিকুল ইসলাম বলেন, ‘রাত ২টার দিকে ঘরের পিছনের দরজা ভেঙ্গে মুখোশপরা ৪ জন প্রবেশ করে তার মা সাফিহা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তার মা চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে প্রথমে মারধর করে পরে মুখে কাপড় মুড়িয়ে ঢুকিয়ে দেয় এবং দুই হাত বেধে দেয় । পরে নগদ টাকা, স্বর্নালংকার ও মালামাল নিয়ে যায়। ঘরে প্রবেশ করা ৪ জন ছাড়াও বাইরে আরো লোক ছিল। আমরা ডাকাতির ঘটনা ফকিরহাট থানা পুলিশকে জানিয়েছি। সকালে এএসপি সাহেব এসেছিলেন।’

ফকিরহাট এ এসপি মোঃ ছয়ের উদ্দিন বলেন, ‘ওই বাড়ি পরিদর্শন করা হয়েছে। দুবৃর্ত্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, রবিবার দুপুরে ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকা থেকে তৌহিদুর রহমানের একটি ডিসকভার মটর সাইকেল ও সন্ধ্যায় ফকিরহাট মাছ বাজার থেকে ব্যবসায়ি সেলিম শেখের একটি পালসার মটরসাইকেল চুরি হয়েছে। ২টি ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!