শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

পুলিশ কর্মকর্তা হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি

ঢাকায় মানসিক হাসপাতালে সিনিয়র পুলিশ কর্মকর্তা আনিসুল করীমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে যশোর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোরে অবস্থানরত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের যশোর শাখার অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তোহার নেতৃত্বে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভিডিও ফুটেজে যারা এএসপি আনিসুল করিমকে টেনে হিঁচড়ে ওই কামরায় নিয়ে যায়, তারা কেউ চিকিৎসক ছিলেন না। এদের মধ্যে চারজন ওয়ার্ড বয়, দু’জন সমন্বয়কারী আর অপরজন পরিচ্ছন্নকর্মী ছিল। আমরা আনিসুল করিমের খুনিদের দ্রুত বিচার দাবি করছি।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন