খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

সাউন্ড অ্যান্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

খুলনায় সুমন সাউন্ড অ্যান্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশন, ডেকোরেটর মালিক সমিতি ও শিল্পী কলাকুশলীরা। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে তিনটি সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

সাতক্ষীরা জেলা সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের সভাপতি ঝর্ণা সাউন্ডের সত্ত্বাধিকারী রবিউল ইসলাম গাজীর সভাপতিত্বে এবং উপস্থাপক এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লিনেট ফাইন আর্টস এর সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, সাতক্ষীরা জেলা সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রুহুল আমিন, ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইভেন্ট প্লাস ম্যানেজমেন্টের সত্ত্বাধিকারী মীর তাইজুল ইসলাম রিপন, আরাধনা একাডেমীর সত্ত্বাধিকারী সঙ্গীত শিল্পী মাহবুব, ফ্যামিলি ব্যান্ডের সত্ত্বাধিকারী দীপক সরকার, সঙ্গীত শিল্পী আশীষ কুমার, নঙ্গর মিউজিক্যাল ব্যান্ডের সাধারণ সম্পাদক নিশিকান্ত বিশ্বাস, ডেকোরেটর মালিক সমিতির ক্যাশিয়ার বাবুল আক্তার, মহাদেব দে, খায়রুল ইসলাম, সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের আনারুল ইসলাম, নাজিম সাউন্ডের নাজিমুল হাসান, ফাহিম মাইকের আলমগীর হোসেন, স্বপ্না সাউন্ডের উত্তম কুমার, আশা সাউন্ডের আফসার আলী, শামসুর সাউন্ডের হাফিজুর রহমান, প্রচার মাইক সাউফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুমন সাউন্ডে সন্ত্রাসী হামলা চালিয়ে সাউন্ড ও লাইটের সরঞ্জামসহ বাদ্যযন্ত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শব্দযন্ত্র কলাকুশলীদের মারপিট করেছে। এতে জেলার সাউন্ড ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও পরবর্তীতে এমন ঘটনার যেন মুখোমুখি না হতে হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, কোন ধরনের সমস্যা হলে আপনারা আমাদের উপর কেন আক্রমণ করেন। আমরা আপনাদের কি ক্ষতি করেছি। আমদের রুটি-রুজি চলে এই ব্যবসার উপর। আপনাদের একটা ম্যাচের কাটিতে আমাদের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। আমাদের কঠিন হতে বাধ্য করবেন না। আমরা আপনাদের ভাই আমাদেরকে সহযোগিতা করুন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!