নগরীর ইস্টার্ণগেট এলাকায় ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামী রহিম আকুঞ্জিকে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ১০ দিনের রিমান্ড শুনানীর প্রেক্ষিতে এ আদেশ দেন। হত্যাকান্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি; গ্রেফতার করা সম্ভব হয়নি মূল আসামী শেখ জাকারিয়া ও তার ভাই মিল্টনকে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই লুৎফুল হায়দার বলেন, এজাহারভুক্ত আসামী আঃ রহিম আকুঞ্জিকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গ্রেফতারকৃত জাফরীন হাসানের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে; পরে আরমান ও জাহাঙ্গীরকে রিমান্ড শুরু হবে। এ পর্যন্ত এজাহারভুক্ত চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।অন্যদিকে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত্ব, গত ১৬ জুলাই রাতে ইস্টার্ণগেটের মশিয়ালী এলাকায় ঘাতকদের গুলিতে ঘটনাস্থলে নজরুল ইসলাম ও গোলাম রসুল নিহত হন। পরে সাইফুল ইসলামও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন রাত ২টারদিকে ক্ষুব্ধ অপরপক্ষের গণপিটুনিতে শেখ জাকারিয়ার সহযোগী জাহিদ শেখ নিহত হন। ট্রিপল মার্ডারের এঘটনায় নিহত সাইফুলের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা (যার নং-২২, ১৮-০৭-২০২০ইং) দায়ের করেন।
খুলনা গেজেট/এআইএন