খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

শসার দাম কমায় দুশ্চিন্তায় চাষিরা

এস এস সাগর, চিতলমারী

করোনার ক্রান্তিকালকে উপেক্ষা করেও বাগেরহাটের চিতলমারী উপজেলার চাষিরা ব্যাপক সবজির চাষ করেছেন। বহু কষ্টে উৎপাদিত শসাসহ বিভিন্ন সবজি মোকামে (আড়তে) আসতে শুরু করেছে। কিন্তু একদিনের ব্যবধানে এখানে শসার দাম কমে অর্ধেকে নেমে এসেছে। তাই ব্যাংক, এনজিও ও সুদে কারবারিদের দেনায় জর্জারিত সবজি চাষিরা ফসলের হঠাৎ এ দরপতনে উদ্বিগ্ন হয়ে হয়ে পড়েছেন। তারা এ দাম কমাটা ব্যবসায়ীদের সিন্ডিকেট কি-না তা তদারকি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

চিতলমারী কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় কমপক্ষে ১৬ হাজার সবজি চাষি পরিবার রয়েছেন। এ বছর চাষিরা এক হাজার ৫৭৬ একর জমিতে শসা, ৪৬৫ একর জমিতে করল্লা, ১৩১ একর জমিতে মিষ্টি কুমড়া, ১০৪ একর জমিতে চাল কুমড়া ও ৫৯৫ একর জমিতে অন্যান্য সবজিসহ মোট ২ হাজার ৮৭১ একর জমিতে সবজি চাষ করেছেন। বর্তমানে বাজারে শসা উঠতে শুরু করেছে। সামনে ব্যাপক হারে শসা আড়তে ভরে যাবে।

সোমবার দুপুরে উপজেলার খড়মখালী গ্রামের বিকাশ হীরা, কংকন মজুমদার ও অনন্ত মন্ডলসহ সবজি চাষিরা জানান, আজ (২০ জুলাই) এখানে প্রতি মণ শসা ৫০০-৬০০ টাকা দামে বিক্রি হয়েছে। যা রবিবার (১৯ জুলাই) প্রতিমন এক হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। তারা নিরুপায় হয়ে কম দামে উৎপাদিত ফসল বিক্রি করছেন।

তারা আরও জানান, এ অঞ্চলের অধিকাংশ চাষি বিভিন্ন ব্যাংক, এনজিও ও সুদে কারবারিদের দেনায় জর্জারিত। তাই সবজি চাষিরা ফসলের হঠাৎ এ দরপতনে উদ্বিগ্ন হয়ে হয়ে পড়েছেন। তারা এ দাম কমাটা ব্যবসায়ীদের সিন্ডিকেট কি-না তা তদারকি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে সবজি ব্যবসায়ী ইমরান মিয়া, উত্তম বাড়ৈ ও সুমন্ত বিশ্বাস জানান, ঢাকার বাজার ভালোনা। হঠাৎ করে দাম কমে গেছে। আবার মাওয়া ঘাটে সময় মতো ফেরি পাওয়া যায় না। তাই শসার দাম অর্ধেকে নেমে আসছে।

তবে চিতলমারী উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার বলেন, ‘বাজারে অল্প অল্প করে শসা আসতে শুরু করেছে। তবে দামের বেলায় সবাইকে একটু সচেতন হতে হবে। যতোটা শুনেছি ফেরি পারাপারের কারণে ব্যাপারিদের কিছুটা সমস্যা হচ্ছে। তাই হয়ত হঠাৎ শসার দাম কমছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!