বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

তালায় স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্ত্রী। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, সাতক্ষীরা তালা উপজেলার লক্ষণপুর গ্রামের কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃতের ভাতিজা অপূর্ব দাশ বলেন, কাকা কানাইলাল দাশ আগে থেকে অসুস্থ ছিলেন। তার হার্টের সমস্যা ছিল। সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেয়ার পথে মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে কাকি স্বরসতী দাশ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি খুব দুঃখজনক। তবে ঘটনাটি থানাতে কেউ জানায়নি। ঘটনা জানার পর এটা স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন