Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অনলাইন জুয়া খেলার অপরাধে তালায় চার জুয়াড়ির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা তালায় অনলাইন জুয়া খেলার অপরাধে চারজনকে আটকের পর প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট শেখ মো. রাসেল এই কারাদন্ডের আদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত চার জুয়াড়িরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর গ্রামের আলী মোড়লের ছেলে জুয়েল মোড়ল (২৭), জেঠুয়া গ্রামের আকছেদ শেখের ছেলে শহীদ শেখ (২১), জালালপুর গ্রামের মহাম্মাদ আলী মোড়লের ছেলে বাদশা মোড়ল (১৯) ও জেঠুয়া গ্রামের মহাতাব উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৩৩)।

তালা থানার পুলিশ জানান, তালার জেঠুয়া বাজারে অনলাইন জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় রাত ৮টার দিকে সেখান থেকে চার জুয়াড়ীকে আটক করা হয়। আটকের পর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট শেখ মো. রাসেল এর কাছে তাদেরকে হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালক পরিচালনা করে তাদের প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর ) তাদরেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি তালা উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া খেলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। কাজেই যারা অনলাইন জুয়া খেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন