শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

তালার খেশরা ইউপি চেয়ারম্যান লাল্টু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলার খেরশা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তালা থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় রোববার (৮ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেরশা বাজার থেকে তাকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু সাতক্ষীরা তালা উপজেলার হরিহরনগর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি খেরশা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

স্থানীয়রা জানায়, সন্ধ্যর দিকে তালা থানা পুলিশ ইউনিয়ন পরিষদের পাশে থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় চাঁদবাজির মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন