শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

তালায় আ’লীগের যুগ্ম সম্পাদকসহ আটক ২

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে তালা থানা পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তালা বাজার থেকে তাদেরকে আটক করে।

তালা থানার পুলিশ জানান, গত ২৭ নভেম্বর জালালপুর ইউনিয়নে একটি চাঁদাবাজী মামলায় তালা বাজারে মীর আব্দুল মালেকের ছেলে মীর জাকির হোসেন (৫২) ও শাহাপুর গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে ইসহাক আলীকে (৫৫) আটক করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন