শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২
সাতক্ষীরা সীমান্তজুড়ে বিজিবি’র সতর্কতা জারি

অনাকাঙ্খিত পরিণতি ও মৃত্যু ঝুঁকি এড়াতে সীমান্ত অতিক্রম না করার আহ্বান বিজিবি’র

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সীমান্তে অনাকাঙ্খিত পরিণতি ও মৃত্যু ঝুঁকি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতামূলক সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকতে বিজিবি’র পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সতর্কতা জারি করেছে বিজিবি। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বিজিবি অধিনায়কের বরাত দিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বলেন, বিএসএফ কর্তৃক সীমান্তে বল প্রয়োগ ও গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্খিত ও প্রাণ-হানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতা বশতঃ সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশী নাগরিক/ দুস্কৃতিকারী কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার যে কোন ধরনের তথ্য যথাশীঘ্রই বিজিবিকে প্রদানের জন্য অনুরোধ করেন তিনি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন